সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

প্রার্থী হতে খালেদা জিয়ার নানান বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থী হতে নানান বাধার সম্মুখীন হতে পারেন বলেন জানিয়েছেন নির্বাচন কমিশনার।

গতকাল সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও কবিতা খানম এ তথ্য জানান।

তারা জানান, রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র  বাতিল করলে তিনি আইন অনুযায়ী কমিশনে আপিল করতে পারবেন। কমিশনে কোর্ট বসবে এ নিয়ে। নির্বাচন কমিশনেও সমাধান না হলে আপিল করতে হবে হাইকোর্টে।

এ বিষয়ে জানতে চেয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র যদি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বাতিল করে দেন সেক্ষেত্রে আমাদের আইনজীবীরা আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন। তারপর যা করার দলীয়ভাবে করবেন।

এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, কোনো ব্যক্তি কোনো আদালতে দুই বছর বা তার বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন।

এরই মধ্যে  উচ্চ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ১০ বছরের এবং নিম্ন আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের সাজা কাটছেন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে।

এক বছরের জন্য সৌদির বাদশা হচ্ছেন কিং সালমানের ভাই

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ