বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

আগামীর পৃথিবী ইসলাম ও কুরআনের: যুবায়ের আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

টেকনলজি, নতুন নতুন আবিষ্কার আর সম্পদে শান্তি না পেয়ে শান্তির জন্য পৃথিবী আজ ছুটছে ইসলামের দিকে। শান্তিকামী মানুষের শেষ আশ্রয়স্থল ইসলাম। লন্ডনের মেয়র সাদিক খান মুসলমান।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ মুসলমান। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব হিজাবী মুসলমান। যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা প্রায় সাড়ে ৩ হাজার। মধ্যবর্তী নির্বাচনে দুজন হিজাবী নারী হয়েছেন পার্লামেন্টারিয়ান। রাশিয়াতে মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে আড়াই কোটিতে।

নেপালে গেল দশকে লক্ষাধিক হিন্দু ও বৌদ্ধ তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছে। নির্যাতনের মধ্যেই ভারতে বছরে বিপুল সংখ্যক হিন্দু ইসলাম কবুল করছে। আগামীর পৃথিবী হবে ইসলাম ও কুরআনের।

গতকাল কিশোরগঞ্জের হোসেনপুরের মেছেরা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তার আলোচনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী, মাও. যুবায়ের আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, দুঃখজনক হলো, আধুনিক পৃথিবী আসছে কুরআনের দিকে আর আমরা আধুনিকতার নামে সন্তানদের কুরআনের আলো থেকে বঞ্চিত করছি। সকালে মক্তবে না পাঠিয়ে অন্যান্য প্রতিষ্ঠানে পাঠাচ্ছি। কুরআনের শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের অনেকে মাদকাসক্ত হচ্ছে।

আগামীর প্রজন্মকে ভালো রাখতে হলে তাদের কুরআনের আলোয় আলোকিত করতে কুরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতিঝিল সরকারি কলোনি মসজিদের খতিব মাওলানা যোবায়ের আহমাদ, ঢাকার উত্তরার বাইতুস সালাম মাদরাসার সম্মানিত মুহাদ্দিস ও মেঘনা গ্রুপ কেন্দ্রীয় মসজিদের খতিব মাও. মানসুর আহমাদ, মাও. মোস্তফা ওয়াজেদ ও মাও. সাদিকুর রহমানসহ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ