বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ময়মনসিংহে একদিনে গ্রেপ্তার ৪৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে মাদক কারবারি, পলাতক আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানভূক্ত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার পাগলা ও তারাকান্দা থানায় কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে।

জেলার ১১টি থানার ওসিদের বরাত দিয়ে পুলিশ আরও জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে গফরগাঁওয়ে একজন, হালুয়াঘাটে একজন, কোতোয়ালিতে ১২, মুক্তাগাছায় ৬ জন, ফুলবাড়ীয়ায় ১২, ত্রিশালে দুই, ভালুকায় ৭ জন, গৌরীপুরে একজন, ঈশ্বরগঞ্জে ২ জন, নান্দাইলে একজন, ফুলপুরে তিনজন ও ধোবাউড়ায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

ঐক্যফ্রন্ট নির্বাচন বয়কট করবে না: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ