বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

সন্ত্রাস ও মাদকমুক্ত হাটহাজারী গড়াই আমার লক্ষ্য: মাওলানা রুহী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে ইসলামী ঐক্যজোট মনোনিত পার্থী মাওলানা মঈনুদ্দীন রুহী বলেছেন, সন্ত্রাস ও মাদকমুক্ত হাটহাজারী গড়াই আমার লক্ষ্য। তার জন্য আমি আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাব।

গতকাল মঙ্গলবার হাটহাজারী মেখল ও রুহুল্লাহপুর এলাকায় স্থানীয় জনসাধারণ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মাওলানা রুহী বলেন, আমি হাটহাজারীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। হাটহাজারীকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। হাটহাজারীর মানুষকে ভালোবেসে হাটহাজারীর উন্নয়ন করতে চাই।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত হাটহাজারী এবং উন্নত, সমৃদ্ধ, শান্তির নান্দনিক এলাকা ও বাংলাদেশের একটি আদর্শ উপজেলা হিসাবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখতে চাই। এজন্য আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মিনার প্রতীক নিয়ে নির্বাচন করার আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সভায় বক্তারা মাওলানা মঈনুদ্দীন রুহীর পক্ষে প্রচারণা চালিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সহযোগিতা করার আশ্বাস দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মাওলানা হাজী মোজাম্মেল হক, জনাব হাজী হাসান, মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা আলমগীর, মাওলানা আবুল কাসেম, মাওলানা মাহবুবুর রশিদ, মাওলানা কামাল উদ্দীন, মাওলানা নাছির উদ্দীন, প্রফেসর জমির উদ্দীন, জনাব ফিরোজ, আব্দুল হন্নান জসিম, মুহাম্মদ দিদার, মুহাম্মদ গুফরান ও মুহাম্মদ তৈয়ব প্রমুখ।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ