বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

বরিশাল-৪ মিনার প্রতীকে লড়বেন মুফতি সাইফুল্লাহ হাবিবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল-০৪ (হিজলা মেহেন্দীগঞ্জ) আসনে প্রথম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন মাটি ও মানুষের নেতা মুফতি সাইফুল্লাহ হাবিবী। আসনটি থেকে নির্বাচনের জন্য এরই মধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।

মুফতি সাইফুল্লাহ হাবিবী একজন খ্যাতিমান আলেম, ওয়ায়েজ ও মুহাদ্দিস। লালবাগ মাদরাসার শিক্ষক ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় এ নেতা মুফতি ফজলুল হক আমিনী রহ. এর হাত ধরে রাজনীতির মাঠে এসেছেন। প্রথমবারের মতো নির্বাচন করবেন হিজলা মেহেন্দীগঞ্জে।

মুফতি সাইফুল্লাহ হাবিবী মেহেন্দীগঞ্জের সন্তান। সেখানকার মাটি ও মানুষের সঙ্গেই তার ওঠাবসা। মনে প্রাণে চান এলাকার দরিদ্র ও দু:খীজনসহ সব মানুষের কল্যাণ। আর সেটি যেহেতু নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই সহজ তাই ভোটের মাঠে আসা।

নির্বাচন উপলক্ষ্যে এলাকায় দীর্ঘদিন ধরেই তিনি গণসংযোগ করে আসছেন। তার কর্মীরা মিনার প্রতীক নিয়ে কাজ করছে মাঠে ময়দানে।

মুফতি সাইফুল্লাহ হাবিবী বীর মুক্তিযোদ্ধা ক্বারী হাবিবুল্লাহ বেলালী’র ছেলে। বরিশাল জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি।

তার নির্বাচনি এলাকার জনগণকে উদ্দেশ্য করে মুফতি সাইফুল্লাহ বলেন, এই মেহেন্দিগঞ্জ আমার জন্মস্থান। এখানে আমার বেড়ে উঠা। এখানকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। সুতরাং আল্লাহপাক যদি আমাকে বরিশাল-৪ আসনের জন্য মনোনীত করেন, তাহলে দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদকমুক্ত একটি ইসলামবান্ধব নগরী গড়ে তুলতে সচেষ্ট হব।

তিনি বলেন, আমি যে দল থেকে মনোনীত হয়েছি সেটির প্রতিষ্ঠাতা আমার উস্তাদ ইসলামী রাজনীতির প্রবাদতুল্য মনীষী মুফতি ফজলুল হক আমিনী রহ.। সুতরাং আমি তার আদর্শকে স্বরণ করব এবং শরিয়াহভিত্তিক নগড়ি গড়ে তুলতে পারব বলে আমি আশাবাদী।

যেভাবে তিনি মানুষের ধর্মীয় চাহিদা পূরণ করে আসছেন তেমনি এলাকার মানুষের সেবা করার সুযোগ দানে তাকে মিনার প্রতীকে নির্বাচিত করার আহ্বানও জানান হিজলা মেহেন্দীগঞ্জবাসীর প্রতি।

মাশরাফির বিরুদ্ধে লড়বেন মুফতি শহিদুল ইসলাম

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ