শরীয়তপুর জেলার পালং বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩০ নভেম্বর) ভোরে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে নিজেদের মত করে আগুন নেভানোর চেষ্টা করে।
স্থানীয়রা জানায়, আগুনে প্রাথমিকভাবে দুইজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সেখানে কাজ করছে। আগুন লাগার কারণ কিংবা কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছে না।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এই আগুনে তাদের ৫০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।