বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভে অর্ধশত আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প নগরীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে একজন এএসপিসহ আহত হয়েছেন অন্তত অর্ধশত।

আজ সকালে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান পোশাক কারখানার শ্রমিকরা। এসময় তারা ভাঙচুর চালায় বেশ কয়েকটি কারখানায়।

তিনদিন ধরে মজুরি বাড়ানোর দাবিতে ফকির নিটওয়্যারে শ্রমিক অসন্তোষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিকপক্ষ, বিসিক, বিকেএমইএ ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন শ্রমিক নেতারা। মালিকপক্ষ দ্রুতই মজুরি সমন্বয় করার আশ্বাস দিলেও শ্রমিকরা তা না মেনে বিক্ষোভ শুরু করে।

ঘণ্টাখানেকের মধ্যে বিক্ষোভ পুরো বিসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা ২০ থেকে ২৫টি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার ও ৮ পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত সাধারণ শ্রমিক আহত হন।

সংঘর্ষের ঘটনায় বিসিক সংলগ্ন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনার পর বিসিক শিল্প নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ