শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


বিএনপি সরলেও নির্বাচন সরবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভোট থেকে সরে গেলেও যথাসময়ে নির্বাচন হবে।

আজ বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতা।

গত সংসদ নির্বাচন বর্জন করলেও এবার ভোটে আসার ঘোষণা দিয়েছে বিএনপি এবং তার দুই জোট ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্ট। সবার জন্য সমান সুযোগ নেই দাবি করে জোটের কোনো কোনো নেতা ভোট থেকে সরে যাওয়ার কথাও যেমন বলছেন, তেমনি যে কোনো মূল্যে ভোটে থাকার কথাও বলছেন।

ওবায়েদুল কাদের বলেন, নির্বাচন হবে কিনা এ নিয়ে কারও সন্দেহ নেই। কোনও মিডিয়াতে এধরনের সংশয় নিয়ে খবর প্রকাশ হয়নি। ইনশাআল্লাহ নির্বাচন হবে। তারা সরে গেলেও হবে। নির্বাচন কারও জন্য আটকে থাকবে না। কেউ যদি সরেও যায়, নির্বাচন সরবে না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ