বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

সা’দপন্থীদের হামলা নিয়ে ভিডিও করায় ইমামকে অব্যহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমায় সাদপন্থীদের হামলা নিয়ে তৎপরতা ও ভিডিও করায় বারিধারা কূটনৈতিক এলাকার বাইতুল আতীক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মনোয়ার হোসেনকে অব্যহতি দেয়া হয়েছে।

জানা যায়, ৭ ডিসেম্বর শুক্রবার রাতে আনুষ্ঠানিক বৈঠক বা সিদ্ধান্ত ছাড়াই সভাপতি ফোন করে তাকে আর মসজিদে না আসার জন্য বলেন।

মুফতি মনোয়ার হোসাইন দীর্ঘদিন ধরে এ মসজিদের ইমামতি করে আসছিলেন। তবে সম্প্রতি তিনি ইজতেমা মাঠে হামলার বিরুদ্ধে তৎপরতা দেখালে এবং এ নিয়ে একটি ভিডিও করলে তারপ্রতি ক্ষুব্ধ হয় এলাকার কয়েকজন সাদ অনুসারী।

তারা মসজিদ কমিটির কাছে অভিযোগ করে বলেন, মুফতি মনোয়ার মসজিদ থেকে তাবলিগ বন্ধের পাঁয়তারা করছেন। তাকে বিদায় না করা হলে তারা আর মসজিদে নামাজে আসবে না।

জানা যায়, এভাবেই তারা নিজেদের প্রভাব খাটিয়ে কমিটির সভাপতিকে অভিযোগ করলে তিনি কোনো বৈঠক না করেই তাকে অব্যহতি দিয়ে দেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মুফতি মনোয়ার হোসাইন আওয়ার ইসলামকে বলেন, কমিটির সভাপতি তাবলিগের এসব বিষয়ে জ্ঞাত নয়। কয়েকজন সাদপন্থী তাকে ভুল বুঝিয়ে এবং আমার ভিডিও দেখিয়ে আমাকে সরানোর চক্রান্ত করে।

তিনি বলেন, চাকরি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই। আদর্শই আমার কাছে বড়। তবে এ ধরনের ঘটনায় যাতে আর কেউ আক্রান্ত না হয় সে জন্য উলামায়ে কেরামকে সজাগ হওয়া উচিত।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর ইজতেমার মাঠে কাজ করা তাবলিগের সাথী ও মাদরাসা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায় সাদপন্থীরা। এতে ১ জন নিহতসহ আহত হয় সহস্রাধিক। বহু সাথী ও মাদরাসা শিক্ষার্থী হাত পা ভেঙে চিকিৎসাধীন আছেন।

‘ত‌ওবা করে সাদপন্থীদের তাবলিগে ফেরা উচিত’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ