বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

‘সাদপন্থীদের ফেতনা থেকে মানুষকে সর্তক করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার চৌধুরী পাড়ায় মধুবাগ ইমাম ও খতীব ঐক্য পরিষদের পক্ষ থেকে সাদপন্থীদের ফেতনা সম্পর্কে সাধারণ সাথী ও মুসল্লীদের সচেতনতা শীর্ষক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর সোমবার রাত ৮.১৫ মিনিটে অনুষ্ঠিত সভায় স্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

পরিষদেরর সভাপতি মাওলানা শাবিবর আহমদের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা আবূ মূসা’র প্রস্তাবনায়টঙ্গী ময়দানে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

১. হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

২. ঈমান রক্ষার স্বার্থে সকল মুসলমানকে সাদপন্থীদের বিষয়ে সজাগ করতে হবে।

৩. তাদের মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক প্রচারণার বিষয়ে সতর্ক থাকতে হবে।

৪. আহত আলেম ওলামা ও সাথীদের সহযোগীতায় সকলকে এগিয়ে আসতে হবে।

৫. ভবিষ্যতে যেন তারা কোন ধরনের ফেতনা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

৬. তাবলীগের কাজ আরও গতিশীল করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। কোন ধরনের হীনমন্যতার স্বীকার হওয়া যাবে না।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা দেলোয়ার হুসাইন রাশেদ, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান,মাওলানা আব্দুর রহমান, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আবদুল্লাহ আল-মাসুম, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা ইউসুফ, মাওলানা নুরুজ্জামান মাওলানা ইবরাহীম, মাওলানা আবু বকর সাদী প্রমুখ।

মাওলানা সাদ কান্ধলভীর প্রতি কয়েকটি নিবেদন!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ