বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

ওয়ারী থেকে শক্তিশালী হ্যান্ডগ্রেনেড ও সরঞ্জাম উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার ওয়ারী থেকে শক্তিশালী হ্যান্ডগ্রেনেড ও হ্যান্ডগ্রেনেড তৈরির সরঞ্জাম তৈরির উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত বিস্ফোরকগুলো কোন সাধারণমানের সন্ত্রাসী বা পেশাদার বোমাবাজদের তৈরি নয় বলে জানিয়েছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রশিক্ষিত সন্ত্রাসী বা এ ধরণের ব্যক্তি বা গোষ্ঠীর বিস্ফোরক বিষয়ে প্রশিক্ষিতরাই গ্রেনেডগুলো তৈরি করেছিল।

যদিও ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি। গ্রেনেডগুলো কারা কি উদ্দেশ্যে মজুদ করেছিল তাও স্পষ্ট নয়।

বিজয় দিবসের আগের দিন হ্যান্ডগ্রেনেড ও হ্যান্ডগ্রেনেড তৈরির বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্বাধীনতা বিরোধী বা কোন জঙ্গী গোষ্ঠী বিজয় দিবস বা নির্বাচনী প্রচারণায় হামলা চালাতে বিস্ফোরকগুলো মজুদ করেছিল ধারণা করছে গোয়েন্দা সংস্থাগুলো।

আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ওয়ারী থানাধীন গোয়ালঘাট লেনের ১২/১ দোকানটি ঘিরে ফেলে পুলিশ। ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার ফরিদ উদ্দিন বলেন, অভিযান চালাতে গিয়ে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। তারা ঘটনাস্থলে হাজির হয়ে বোমাগুলো উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে দুইটি বোমা উদ্ধার হয়। এছাড়া বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার হয়। সেগুলো পরে বোম ডিসপোজাল টিম নিস্ক্রিয় করে ফেলে।

এ বোমাগুলো নির্বাচন বা বিজয় দিবসে ব্যবহার করার কোন পরিকল্পনা ছিল কিনা সে সর্ম্পকে সুষ্পষ্ট কোন তথ্য মেলেনি। জানার চেষ্টা চলছে।

নির্বাচনে ইভিএম পরিচালনায় তিন সহস্রাধিক সেনাসদস্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ