বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’

গাজীপুরে শিশু রাকিন হত্যায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে মুক্তিপণের দাবিতে সাদমান ইকবাল রাকিনকে (১০) অপহরণের পর হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রোববার রাতে অভিযান চালিয়ে শ্রীপুরের ফাউগান গ্রাম থেকে দুই প্রতিবেশীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-রাকিনের শিক্ষক পারভেজ (১৮) ও ফয়সাল (১৬)।

র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মামুন বলেন, রাতে অভিযান চালিয়ে সাদমান ইকবাল রাকিন হত্যায় হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা রাকিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

৫ ডিসেম্বর মাগরিবের নামাজ পড়তে মসজিদের পথে বের হয় রাকিন। এর পর বাসায় না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। এক ঘণ্টা পর তার বাবার মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

১১ ডিসেম্বর উপজেলার ফাউগান গ্রামের বাড়িসংলগ্ন বাঁশঝাড় থেকে উই শিশুর লাশ উদ্ধার করা হয়। রাকিন ওই গ্রামের বাসিন্দা ও গাজীপুর জেলা পরিষদের কার্যসহকারী শামীম ইকবালের ছেলে। সে স্থানীয় সরকারি বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাবা শামীম ইকবাল জানান, প্রায় ৬ মাস আগে তার স্ত্রীর ব্যবহার করা একটি মোবাইল সেট সিমসহ হারিয়ে যায়। কিন্তু এ বিষয়ে তিনি থানায় জিডি করেননি। ওই নাম্বার থেকেই তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তা বন্ধ করে দেয়া হয়। পরে তিনি এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা করেন।

বর্তমানে বিশ্বে মাথাপিছু ঋণ ৮৬০০০ ডলার!

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ