সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে রক্তাক্ত হাবিবকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামলায় গুরুতর আহত পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে এয়ার অ্যাম্বুলেন্সে (হেলিকপ্টার) করে ঢাকায় আনা হচ্ছে।

আহত অবস্থায় ঢাকায় আনার বিষয়টি নিশ্চিত করে হাবিবুর রহমান হাবিবের ভাতিজা সুমন মণ্ডল। তিনি বলেন, উনার (হাবিব) অবস্থা খুবই খারাপ। শরীরের ৬টি স্থানে রামদা নিয়ে কুপিয়েছে। বেধড়ক পিটিয়েছে।

অতিরিক্ত রক্তক্ষণ হচ্ছে। এখানের ডাক্তাররা ঢাকায় নিয়ে যাওয়ার পরাশর্ম দিয়েছেন। আমরা হেলিকপ্টারের (এয়ার অ্যাম্বুলেন্সে) ব্যবস্থা করেছি। কয়েক ৫-১০ মিনিটের মধ্যে হেলিকপ্টার আসার কথা। আসলেই আমরা নিয়ে রওনা হবো।

এর আগে বেলা ১১টার দিকে গণসংযোগে বের হলে তার ওপর হামলা করে আওয়ামী লীগ, ‍যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় তিনি রক্তাক্ত হয়েছেন। আহত হয়েছেন মারাত্বকভাবে।

ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সুমন মণ্ডল বলেন, সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে বের হোন। এসময় আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলায় চালায়।

তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাকে গুরুতর আহতবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার উদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে জানান, গণসংযোগকালে নৌকার শ্লোগান দিয়ে একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। আমরা বিষয়টি দেখছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ