সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

দুদকের পরিচালক পদে ৬২ কর্মকর্তার পদোন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে ১৩, উপপরিচালক পদে ২৭ ও সহকারী পরিচালক পদে ৩৫ জনের পদোন্নতি হয়েছে।

আজ সোমবার সংস্থাটির পরিচালক (প্রশাসন ও সংস্থাপন) জালাল সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা-

উপপরিচালক থেকে পরিচালক হয়েছেন যারা- দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক এটিএম ফজলুল হক, আব্দুল্লাহ আল জাহিদ, মুহাম্মদ কামরুল আহসান, গোলাম শাহরিয়ার চৌধুরী, মুহাম্মদ জুলফিকার আলী, মুহাম্মদ মনিরুজ্জামান খান, মো. মাহমুদ হাসান, মো. মনজুর মোরশেদ, এসএম মফিদুল ইসলাম ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর মো. মোরশেদ আলম।

এছাড়া কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক শফিকুর রহমান ভুইয়া, যশোর কার্যালয়ের আব্দুল গাফফার ও রাজশাহী কার্যালয়ের মো. আবদুল করিমকে পরিচালক করা হয়েছে।

সহকারী পরিচালক থেকে উপপরিচারলক হয়েছেন যারা- দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ আইয়ুব আলী খান, মুহাম্মদ আলী আকবর, দেওয়ান শফিউদ্দিন আহমদ, কামরুজ্জামান, মুহাম্মদ মাহমুদুর রহমান।

মুহাম্মদ মনিরুজ্জামান, মুহাম্মদ মাসুদুর রহমান, এএসএম সাজ্জাদ হোসেন, আশিস কুমার পুন্ডু, ফারজানা ইয়াসমিন, মুহাম্মদ ফারুক আহমেদ, সেলিনা আকদার মনি, মুহাম্মদ নাজমুল হাসান, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ নাজমুস সাদাত ও মুহাম্মদ জাকারিয়া।

উপসহকারী পরিচালক থেকে সহকারী পরিচালক হয়েছেন যারা- দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক আবু বকর সিদ্দিক, মো. ওয়াহিদুজ্জামান, মো. আবুল বাশার, আকবর আলী, মো. ইসমাইল হোসেন, সিলভিয়া ফেরদৌস।

মুহাম্মদ জয়নাল আবেদীন, রাফি মোহাম্মদ নাজমুস সাদাত, ফাতেমা সরকার, নেয়ামুল আহসান গাজী, আজিজুল হক, নুরজাহান পারভীন, আফরোজা হক খান, মো. সাইফুল ইসলাম, আবদুল কাদের ভুইয়া, সোহানা আকতার, ওমর ফারুক।

মনোয়ারুল ইসলাম, জিএম আহসানুল কবির, মো. সাইদুজ্জামান, মো. তাজুল ইসলাম ভুইয়া, মো. রুহুল আমীন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মেফতাহুল জান্নাত, মানসি বিশ্বাস, মাহবুবুল আলম ও ঢাকা-২ এর আতাউর রহমান সরকার।

এছাড়া আরো কয়েকটি জেলায় রদবদল ও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ