সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু নেজামে ইসলাম পার্টিসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

‘প্রাইমারির শিক্ষকরা সন্তানদের কিন্ডারগার্টেনে পড়াতে পারবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বরেছেন, এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সন্তানকে কিন্ডারগার্টেন স্কুলে পড়াতে পারবেন না।

মঙ্গলবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সে ঢাকা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, শিক্ষকদের পেনশন পেতে অনেক সমস্যা হয়, তা দূর করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ভিডিও কনফারেন্সেই স্থানীয় ই্উএনওদের বলেন, যেসব শিক্ষক আগামী দুই মাসের মধ্যে অবসরে যাবেন, তাদের ডাটাবেজ তৈরি করুন। কোনো শিক্ষক পেনশন পেতে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষকদের সকাল ৯টার মধ্যেই স্কুলে যাওয়ার নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক স্কুল থেকে বাচ্চারা যেন আর কিন্ডারগার্টেনে বা কেজি স্কুলে না যায়, সে ব্যবস্থা করা হবে। প্রাইমারি স্কুলের মান বাড়ানো গেলে কেজি স্কুলের বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়তে আসবে।

এ সময় প্রাথমিক স্কুলগুলোর প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে এবং এ সংক্রান্ত নীতিমালা তৈরি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ