সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬


স্বায়ত্তশাসিত মুসলিম এলাকা গঠনে ফিলিপাইনে গণভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বায়ত্তশাসিত একটি অঞ্চল গঠনে গণভোটে অংশ নিয়েছেন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মরো মুসলমানরা।

মিন্দানাওয়ে মুসলিম মরো জনগণকে স্বায়ত্তশাসন দিতে সোমবার (২১ জানুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্যে ভোট নেওয়া হয়; যেখানে প্রায় ২৪ লাখ ভোটারের জন্য ভোট দেওয়ার সুযোগ রাখা হয়।

স্থানীয় নির্বাচন কমিশনের মুখপাত্র হামেস জিমেনেজ বলেন, ভোটগ্রহণ সম্পন্ন হলে গণনা শুরু হবে এবং শুক্রবার (২৫ জানুয়ারি) ফলাফল ঘোষণা করা হবে।

ভোটগ্রহণ দুই পর্যায়ে হবে। প্রথমপর্বে (২১ জানুয়ারি) মিন্দানাও, কোতাবাতো সিটি, একই প্রদেশ এবং বাসিলান আইল্যান্ডের ইসাবেলায়। আর ৬ ফেব্রুয়ারি অন্য যেসব অঞ্চলে নতুন ‘বাংসামরো’ এলাকা চেয়ে আবেদন করা হয়েছে, সেখানে গণভোটের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

গত বছরের জুলাইতে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ‘বেসিক বাংসামরো ল’ নামে একটি আইনপত্রে স্বাক্ষর করে ঘোষণা করেছিলেন, নতুন স্বায়ত্বশাসিত এলাকা গঠনে একটি গণভোট হবে। তার এ ঘোষণার মধ্য দিয়ে ফিলিপাইনে চার দশকব্যাপী চলা সংঘাতের অবসান হয়।

এর আগে গত চার দশক ধরে চলা বিদ্রোহী তৎপরতায় ফিলিপাইনে এক লাখ ২০ হাজারেরও বেশি লোক নিহত হয়।

মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের সঙ্গে রদ্রিগো দুতার্তের করা ওই চুক্তিতে ফিলিপাইনের দক্ষিণের মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বাংসামোরো নামে একটি নতুন আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল গঠনের কথা রয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ