রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে একটু জটিলতা আছে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে যাত্রা শুরু করেছি’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এখানে একটু জটিলতা আছে।’

শনিবার (২৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে সভাকক্ষে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে  বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছে, আরও আলোচনা হবে।’ জটিলতা নিরসনে একটু সময় লাগবে জানিয়ে এক্ষেত্রে সকল সাংবাদিকদের সহযোগিতাও চান তিনি।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ওয়েজ বোর্ড বাস্তবায়নে খুবই আন্তরিক। মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিষয়টি এজেন্ডায় ছিল। এরপরই এ বিষয়ে শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘টেলিভিশনের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে। ইতোমধ্যে এটি আলোচনায় এসেছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ