রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


বাবুনগরীকে দেখে এলেন ইসলামি দলের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দেখে এসেছেন দেশের বিভিন্ন ইসলামি সংগঠনের নেতারা।

গতকাল সোমবার আল্লামা বাবুনগরীকে দেখতে যান জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ও মাওলানা মোস্তাকিম বিল্লাহ হামিদী। আর আজ মঙ্গলবার খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস ঈসমাইল নুরপুরী, মহাসচিব মুফতি মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি আব্দুল মুমিন প্রমুখ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরীকে দেখতে যান আল্লামা কাসেমী। আর মঙ্গলবার সাড়ে ১১টার দিকে বাবুনগরীকে দেখতে যান খেলাফত মজলিসের নেতারা। এসময় আল্লামা বাবুনগরীর চিকিৎসার খোঁজ-খবর নেন তারা। দুই দলের পক্ষ থেকে জানা গেছে, তারা দেখতে গেলে বাবুনগরী তাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার অরোগ্য কামনায় দোয়া চান।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ