আওয়ার ইসলাম: তাবলিগ জামাতের সবচেয়ে বড় সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ওলামা-মাশায়েখ, মাদ্রাসা, স্কুল-কলেজ-ভার্সিটির ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মুসলমানকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) আল্লামা আহমদ শফী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতাদের মধ্যে আরও রয়েছেন– আল্লামা আবদুল হালিম বুখারি, শায়খ মুহাম্মদ সুলতান যওক নদভি, শাহ মোহাম্মদ তৈয়ব ও মুফতি আরশাদ রহমানি।
বিবৃতিদাতারা কাজের শৃঙ্খলা ও সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে তাবলিগের সাথীদের ১৪ তারিখে ইজতেমায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। দুই পর্বের এ ইজতেমার প্রথম পর্ব হবে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব ১৭ ও ১৮ ফেব্রুয়ারি।
প্রথম পর্ব পরিচালনা করবেন বাংলাদেশ তাবলিগ জামাতের আহলে শুরার অন্যতম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ। ১৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে।
কেপি