মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


পহেলা ফাল্গুনে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ গেল মেডিকেল ছাত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পহেলা ফাল্গুন উপলক্ষে বন্ধুর মোটরসাইকেলে চড়ে ঘুরছিলেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না তানজিলা হায়দারের। এক ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তার।

তানজিলা হায়দার (২২) পাবনা মেডিকেল কলেজের ছাত্রী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।

এ ঘটনায় মোটরসাইকেল চালক তার বন্ধু গুরুতর আহত হয়। তাকে পাবনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তানজিলা হায়দার রাজশাহী লক্ষীপুরের সাম্মাক হায়দারের মেয়ে। তানজিলা পাবনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।

পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানান, পহেলা ফাগুন উপলক্ষে বন্ধুর মোটরসাইকেলে চড়ে ঘুরছিলেন তানজিলা। তারা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আসলে পেছন থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তানিজা নিহতের খবরে পাবনা মেডিকেল কলেজ ক্যম্পাসে শোকের ছায়া নেমে আসে। নিহত তানিজা হায়দারের বাবা রাজশাহীতে বন বিভাগে কর্মরত বলে জানান তার সহপাঠীরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ