মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


‘চিকিৎসাধীন কেউ-ই ঝুঁকিমুক্ত নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন কেউ-ই ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্তলাল সেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল বলেন, ‘বুধবার রাতের মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের হাসপাতালে মোট ১৮ জন পোড়া রোগী এসেছে। তাদের মধ্যে ৯ জনকে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে রাতেই ছেড়ে দেওয়া হয়। বাকি ৯ জন এখনও বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের মধ্যে ৩ জন আই সি ইউতে। সবার শরীরের ৩০-৬০ শতাংশ পুড়ে গেছে, সবারই শ্বাসনালী পুড়ে গেছে, কাজেই কেউ ঝুঁকি মুক্ত নন। সবাই আশংকাজনক অবস্থায় রয়েছেন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী সকালে আমাকে ফোন দিয়ে বলেছেন, রোগীদের চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করতে। আমরা সবাই মিলে যতটুকু পারি চেষ্টা করছি।’

চকবাজার এলাকার রাজ্জাক ভবনে গতকাল বুধবার রাতে আগুন লাগে। পরে এই আগুন আশপাশেও ছড়িয়ে যায়। আগুনের ঘটনায় অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনে দগ্ধ হয়ে অনেকে চিকিৎসাধীন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ