বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


কামরাঙ্গীরচরে হেলে পড়েছে ছয় ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার পাশে কামরাঙ্গীরচরে একটি ছয় তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। কাজী বাড়ি মোড়ের ওই ভবনটি হেলে পড়ার পর এর বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। আশপাশের ভবনগুলোও খালি করার পরামর্শ দিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সোমবার বেলা ১২টার দিকে ভবনটির হেলে পড়া টের পান এর বাসিন্দারা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ভবনটি খালি করে।

কামরাঙ্গীচর থানার ওসি শাহীন ফকির জানান, ভবনটি পাঁচ বছর আগে নির্মিত। তবে মালিক কয়েক মাস আগে ভবনটি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছেন।

ঝুঁকিপূর্ণ ভবনটি ঘিরে রেখেছে ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা। বিশেষজ্ঞ দল পরিদর্শন করার পর ভবনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ