সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


কোথায় সরানো হচ্ছে ওয়াহেদ ম্যানশনের রাসায়নিক পদার্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার ওয়াহেদ ম্যানশন থেকে বের হচ্ছে রাসায়নিক পদার্থ। শনি ও রোববারে উদ্ধার করা হয়েছে ২৮ ট্রাক রাসায়নিক দ্রব্য। তবে এসব রাসায়নিক দ্রব্য কোথায় নেয়া হচ্ছে এর উত্তর দিতে পারেননি কেউ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চকবাজার থানা পুলিশ , ওয়াহেদ ম্যানশন থেকে রাসায়নিক পদার্থ সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (অঞ্চল-৩) উদয়ন দেওয়ানকে প্রধান করে একটি এবং পুলিশের পক্ষ থেকে একজন এসআইয়ের নেতৃত্বে আরেকটি টিম গঠন করা হয়।

এ দুই টিমের সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থেকে ওয়াহেদ ম্যানশনের বেজমেন্ট থেকে রাসায়নিক দ্রব্য উদ্ধার কাজ তদারকি করেন এবং তা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।

সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যজিস্ট্রেট উদয়ন দেওয়ান বলেন, আমরা রুটিন ওয়ার্ক হিসেবে কাজ করছি। পুলিশ মালিকপক্ষকে মালামাল বুঝিয়ে দিচ্ছে।

সিটি কর্পোরেশনের কর্মকর্তা একিন আলী বলেন, এসব রাসায়নিকের প্রকৃত মালিককে খোঁজা হয়েছিল, তিনি অসুস্থ থাকায় তার প্রতিনিধি আফজাল হোসেনের কাছে বুঝিয়ে দেয়া হচ্ছে। শনি ও রোববার দুই দিনে ২৮ ট্রাক মাল বুঝিয়ে দেয়া হয়েছে। প্রতিটি ট্রাকে কমপক্ষে ১ হাজার কেজি মাল ছিল। প্রকৃত ওজন আরও বেশি হতে পারে।

এসব রাসায়নিক দ্রব্য কোথায় নেয়া হচ্ছে জানতে চাইলে আফজাল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ