বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


পুরো রমজান মাস স্কুল ছুটি চেয়ে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজানে সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি দেয়ার নির্দেশনা চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার (২০ জানুয়ারি) অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন জমা দেন।

রিট আবেদনে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসের প্রথম ১৮ (আঠারো) দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারির আদেশ চাওয়া হয় এবং পাশাপাশি রমজানের প্রথম দিন থেকে পুরো সময় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়।

অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডলের মতে, রমজানে মাদ্রাসাগুলো পুরো মাস ছুটিতে থাকবে। অন্যদিকে রোজার প্রথম ১৮ দিন বিদ্যালয় খোলা রেখে তারপর ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়েছে, যা ‘বৈষম্যমূলক’।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ