বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


মঙ্গলবার ডিএনসিসি ভোটের প্রচারের পর্দা নামছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ঢাকা সিটি উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণার পর্দা নামছে।

আগামী কাল মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২ টার পর থেকে সকল ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণার নিষেধজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)

ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, ‘২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা থেকে ২ মার্চ দিবাগত রাত ১২টা পর‌্যন্ত নির্বাচনী এলাকায় কোন ব্যক্তি কোন জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোন মিছিল বা শোভাযাত্রা সংঘটিত করতে বা তাতে যোগদান করতে পারবে না।’

এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

এদিকে নির্বাচন উপলক্ষে ২৬ ফেব্রুয়ারি ১২টার পর থেকে ১ মার্চ ১২টা পর্যন্ত ডিএনসিসি আওতাভুক্ত এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ