বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


‘একটি পণ্যের ওপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘উই আর ফর বাংলাদেশ’ স্লোগানে বিশ্বের বিভিন্ন দেশে নানা পেশায় কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা। এদের মধ্যে প্রকৌশল পেশায় জড়িত অনেকেই। তাদের মেধা ও প্রজ্ঞা দেশের উন্নয়নে কাজে লাগানোর জন্য ঢাকায় এ প্রথম আয়োজিত হয় সম্মেলনটি।

আজ (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও'য়ে এনআরবি প্রকৌশলীদের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিত বিনিয়োগ করতে প্রবাসী প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে এখন বিনিয়োগের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। কেবল একটি পণ্যের ওপর নির্ভর করে দেশ এগিয়ে যেতে পারে না। এ কারণে রফতানি বহুমুখীকরণে চিন্তাভাবনা করছে সরকার।

প্রধানমন্ত্রী বিদেশে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে দেশের উন্নয়নে বিনিয়োগ করার আহ্বান জানান প্রকৌশলীদের।

শহরের পাশাপাশি গ্রামের উন্নয়নে সরকার মনোযোগী উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রপ্তানি পণ্যের বহুমূখীকরণের উদ্যোগ নেয়া এখন সময়ের দাবি। এ সম্মেলন থেকে দেশের উন্নয়নে করণীয় ঠিক করতে, কার্যকর সুপারিশ সরকারের পক্ষ থেকে নেয়া হবে।

বিশ্বের ৩০টি দেশে কর্মরত প্রায় ৩'শ প্রকৌশলীদের নিয়ে দুইদিন ব্যাপি এই সম্মেলনের আয়োজন করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অ্যাকসেস টু ইনফরমেশন-এটুআই এবং ব্রিজ টু বাংলাদেশ নামের একটি প্রবাসী সংগঠন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ