সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


ডিএনসিসি নির্বাচন: যান চলাচলে যেসব নিষেধাজ্ঞা থাকছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন উপলক্ষ্যে তিনদিন মোটরসাইকেল চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এ মর্মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে ইতিমধ্যে নির্দেশনাও পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।

ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ বিষয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের বলেন, সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচলেরও ওপরেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক্ষেত্রে মোটরসাইকেল বন্ধ থাকবে তিনদিন। আর অন্যান্য যান একদিনের জন্য বন্ধ থাকবে।

নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টা থেকে শুক্রবার (১ মার্চ) সকাল ৬টা পর্যন্ত পর্যন্ত তিন দিনের জন্য মোট ৫৪ ঘণ্টা মোটরসাইকেল চলাচল একদম নিষেধ। আর ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত, ২৪ ঘণ্টা জন্য অন্য সকল যান চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মেয়র পদে উপ-নির্বাচন ছাড়াও ১৮টি নতুন ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দুটি ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ