আওয়ার ইসলাম: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের মর্টার শেল হামলায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গোলাগুলির মধ্যে কোটলিতে ওই হামলায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমা্যম দ্যা ডন।
খবরে বলা হয়, গোলাবর্ষণে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন। ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে নিয়ন্ত্রণরেখা বরাবর নাকইয়ালে নিহতদের মধ্যে একজন নারী ও তার দুই শিশু সন্তান রয়েছে। এদিকে, আধা-স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের কইরাট্টা শহরে আরেক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে সীমান্তের শূন্যরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর ভারী মর্টারশেল হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ হামলায় অনেকে আহত হয়েছেন।
এছাড়া ভারতীয় পত্রিকা দ্য হিন্দু দাবি করেছে, ভারতীয় বাহিনী পাকিস্তানের পাঁচটি সীমান্ত ফাঁড়ি ধ্বংস করে দিয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) কমপক্ষে ৪৬ সদস্য নিহত হয়েছেন। ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক বিদ্রোহী সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এর মাঝেই মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে ১২টি মিরাজ-২০০০ জঙ্গিবিমান নিয়ে পাক-অধিকৃত কাশ্মীরে জয়েশ-ই-মোহাম্মদের আস্তানায় অভিযান চালায় ভারতীয় নৌ-বাহিনী। বিমান থেকে এক হাজার কেজি বোমা বর্ষণ করে জয়েশ-ই-মোহাম্মদের বেশ কিছু ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় বিমানবাহীনি।
যদিও পাকিস্তান বলছে, ভারতে এমন দাবি মিথ্যা এবং ওই হামলায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ভারতীয় বিমানবাহিনী নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে বলে স্বীকার করেছে পাকিস্তান।
আরএম/