সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


উত্তর-দক্ষিণ সিটি নির্বাচনে সাধারণ ছুটি ঘোষণা; বন্ধ থাকবে ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত অংশের নবগঠিত ওয়ার্ডগুলোতে নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোট দেওয়া ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের দিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল  সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও সব শাখা বন্ধ থাকবে।এছাড়াও একইদিন সারাদেশের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সংশ্লিষ্ট এলাকায়ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকের সব প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্প্রসারিত এলাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটির আওতা ব্যতীত শাখাগুলোতে ব্যাংকিং কার্যক্রম নিরবিচ্ছিন্ন চালু রাখার জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার ডিএনসিসি মেয়র পদ এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ