আওয়ার ইসলাম: জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মাদপুর মাদরাসার শাইখুল হাদিস, খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেন, কাদিয়ানী সম্প্রদায় আল্লাহর পয়গাম্বরের খতমে নবুওয়াতকে নিয়ে সারা বাংলার যে প্রান্তেই ষড়যন্ত্রের দানা বাঁধবে সে প্রান্তেই শাহাদাতের রক্তের নাজরানা দিয়ে হলেও কাদিয়ানীদের আস্তানা গুড়িয়ে দিতে প্রস্তুত থাকতে হবে ৷
২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সাভার উলামা পরিষদের ইসলামী মহাসম্মেলনে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আল্লাহর পয়গাম্বরের জন্য জান কুরবান হয়ে যাওয়ার মধ্যেই জীবনের সফলতা। যে পয়গাম্বর আমার আর তোমার জন্য দিবালোকের ন্যায় স্পষ্ট হেদায়াতের পথ দেখিয়ে গেছেন সেই পয়গাম্বরের জন্য যদি জীবনটা চলে যায় তাহলে এ জীবনের দাম কমবে না, বরং বাড়বে ৷
তিনি আরো বলেন, আল্লাহর নবী হেদায়াতের পথটাকে এতো স্বচ্ছ, পরিস্কার ভাবে রেখে গেছেন যেন ভ্রান্তির কোন সুযোগ নাই। তিনি উম্মতের পথনির্দেশনার জন্য দুটি জিনিস রেখে গেছেন। প্রথমত, হেদায়াতের থিউরী যা পাওয়া যাবে কুরআন সুন্নাহর পাতায় পাতায়। দ্বিতীয়ত, নবী আদর্শের প্র্যাক্টিস বা বাস্তব নমুনা যা পাওয়া যাবে সোয়া লক্ষ সাহাবীর জীবনের পরতে পরতে।
নবীজী সা. এই দুটো জিনিষ আকঁড়ে ধরতে বলেছেন ৷ এই দুইটার একটাকেও ছাড়া যাবে না। কেউ ছেড়েছ তো মরেছে৷ বললেন, মাওলানা মামুনুল হক।
নববী আদর্শ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুরআন-সুন্নাহর ইলম ও সাহাবীদের জীবনের আমলী নমুনা অনুসরণের মাধ্যমেই হেদায়াত লাভ হবে। এজন্যই আল্লাহর নবী উভয়টির সমন্বয়ে দীনকে একটা শক্তিশালী বুনিয়াদের উপর রেখে গেছেন।
আরএম/