বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশ, বিজিজির সঙ্গে মাদক ব্যবসায়ীদের পৃথক পৃথক ‘বন্দুকযুদ্ধে’  ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ বেটালিয়ন ২ বিজিবি লে. কর্নেল আছাদুজ জামান। তবে নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

গণমাধ্যমে জানা যায়, উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন মগপাড়ার কাকড়া প্রজেক্ট এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞতনামা দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এদিকে একই উপজেলার হ্নীলা নয়াপাড়া এলাকায় দু’দলের মধ্যে গোলাগুলিতে দুই ইয়াবা কারবারি নজির আহমের (৩৮) ও গিয়াস উদ্দিন (৩৫) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের ওসি প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ