বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


‘দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির কারণে কম ছিল ভোটার উপস্থিতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটের দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তিন দিনের ছুটি কাটাতে অনেকে বাড়ি যাওয়ায় ঢাকা উত্তর সিটি মেয়র পদে উপনির্বাচনে ভোটার সংখ্যা কম ছিল। চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হাসান মাহমুদ বলেন, উপনির্বাচনে সব সময় ভোটার টার্ন আউট কম হয়। এ ক্ষেত্রে মেয়র নির্বাচিত হচ্ছেন মাত্র এক বছরের জন্য। এমনকি কাউন্সিলর যারা হচ্ছেন, তারা এক বছরের জন্য। সেই কারণে ভোটার উপস্থিতি কম ছিল।

দ্বিতীয়ত, তিনদিনের ছুটি পেয়েছিল মানুষ। তিন দিনের ছুটি পাওয়ায় অনেকে বাড়ি চলে গেছেন। প্রচন্ড বৃষ্টির কারণেও অনেকে ভোট দিতে পারেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল।

সব মিলিয়ে যে ভোটার টার্ন আউট, সেটি অত্যন্ত সন্তোষজনক বলে আমি মনে করি। বিএনপি জনসমর্থন হারিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম শাখার সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেমিনারের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন।

/আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ