আওয়ার ইসলাম: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের কাজে দুর্নীতির প্রমাণ পেয়ে পানি উপসহকারী প্রকৌশলী এসএম তারেককে সাময়িক বরখাস্ত করেছে দুদক।
গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) স্থানীয় জনসাধারণ অভিযোগ করে জানায়, নিমানের বালু ও পাথর দিয়ে নদীরক্ষা ব্লক প্রস্তুত করা হচ্ছে।
সে অভিযোগের ভিত্তিতে দুদকের মহাপরিচালক মুহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে চকরিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় দুদক চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক হুমায়ুন কবিরের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়।
অভিযানকালে দুদক টিম জানতে পারে, ঠিকাদারি প্রতিষ্ঠান স্টারলাইট সার্ভিসেস অ্যান্ড অর্ণা কর্পোরেশন কর্তৃক লক্ষ্মারচর প্রতিরক্ষা কাজে ২০০ মিটার স্থানে ২৪ হাজার ব্লক ফেলা হয়েছে।কোচপাড়া প্রতিরক্ষা কাজের আরও ৭১ হাজার ব্লক ফেলা হবে।
সরেজমিন পরিদর্শনকালে ব্লক নির্মাণের জন্য স্তূপ করে রাখা পাথরগুলো অত্যন্ত নিম্নমানের বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
নির্মিত ১১ হাজার ব্লকের নমুনায় খালি হাতে একটু চাপ দিতেই ভেঙে গুঁড়ো হয়ে যায়। ওই ব্লক নির্মাণের কাজে সিমেন্ট, বালু ও পাথরের মিশ্রণের অনুপাত ১:৩:৬ হওয়ার নিয়ম থাকলেও ব্লক নির্মাণের ক্ষেত্রে যথাযথ অনুপাতে মিশ্রিত করা হয়নি।
-আরএইচ