আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বাংলাদেশে এসেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠী।
সোমবার দেড়টার দিকে তিনি বিএসএমএমইউ হাসপাতালে এসে পৌঁছেছেন। এর আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের ভেন্টিলেশন (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা) খোলার সিদ্ধান্ত নেবে নতুন মেডিকেল বোর্ড। ডা. দেবী শেঠি তাকে দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া ওবায়দুল কাদেরের চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় কিংবা তাদে বিদেশ নেয়া হবে কিনা সেটিও নির্ধারণ হবে দেবী শেঠি দেখার পর।
এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), মেডিকেল বোর্ড ও আওয়ামী লীগ সূত্রে।
ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ামী লীগের নেতারা জানান,রবিবার ফজরের নামাজের পর হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের। তখনই তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।
আরএম/