মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


সুলতান মনসুরকে দল থেকে বহিস্কার, সদস্যপদ বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যফ্রন্টের দলগত সিদ্ধান্ত না মেনে একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ নেয়ায় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম। এছাড়াও তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বৃহস্পতিবার বিকালে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় নেয়া হয় বলে জানা যায়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।

তিনি জানান, দলীয় শৃংখলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শবিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হল। সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্যপদও বাতিল করা হল।

আজ বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। জাতীয় ঐক্যফ্রন্টের  ব্যানারে ধানের শীষ প্রতীকে তিনি মৌলভীবাজার ২ থেকে নির্বাচিত হন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ