বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


জাল ভোট দিতে না দেয়ায় ব্যালট ছিনতাই, ভোটগ্রহন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের সদর উপজেলায় একটি ভোট কেন্দ্রে জাল ভোট দিতে না দেয়ায় ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সে কেন্দ্রের ছয়টি ব্যালট বক্স নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে সে কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করে দেন প্রিসাইডিং অফিসার।

আজ রোববার দুপুরে সদর উপজেলার তেঘরিয়া এলাকার জামেয়া ইসলামিয়া হরমুজিয়া দারুল হাদিস মাদরাসা কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এদিকে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে বড়পাড়া পৌর প্রাইমারি বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে কেন্দ্রের সব ব্যালট পেপার, বাক্স এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রিসাইডিং অফিসার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এলাকা ছেড়ে চলে যান।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ