শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
একটি স্নিগ্ধ দীপ্তির নাম: মাওলানা সুলতান যওক নদভী রহ. জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ

আপত্তিকরভাবে চুল না কাটলে নাপিতকে ৫০০০ টাকা পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইয়ামিন: ‘চুলের কাটিং’ আপত্তিকরভাবে না কাটলে নাপিতকে পাচঁ হাজার টাকা দেওয়া হবে বলে পুরস্কার ঘোষণা করেছেন সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

গত ০৬ মার্চ শুক্রবার খাত্রাপাড়া দারুল কোরআন কাসেমুল উলুম মাদরাসার ১৯তম বার্ষিক মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা তেঁতুলঝোড়া ইউনিয়নে মিটিং করেছি। সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে, কোন নাপিত যদি যুকবদের আপত্তিকরভাবে চুল কাটা থেকে বিরত থাকে তাহলে সেই নাপিত ৫০০০ টাকা পুরস্কার দেওয়া।

তিনি আরো বলেন, এ ঘোষণাটি ইউনিয়নের প্রায় সকল নাপিতকে জানিয়ে দেওয়া হয়েছে। আশাপাশে যতো বিদ্যালয় রয়েছে সকল বিদ্যালের শিক্ষকদেরও অবহিত করা হয়েছে। যাতে শিক্ষকরা স্কুলের ছাত্রসহ সকলকে এ সম্পর্কে সতেচন করতে পারে।

এছাড়াও চেয়ারম্যান সমর জানান, কোন কিশোর যদি একাধারে চল্লিশ দিন জামাতে নামাজ আদায় করে তবে তাকে একটি বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে।

সভায় আলোচনা পেশ করেন সাইন্সল্যাব জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল। উপস্থিত ছিলেন, হাফেজ হাবীবুর রহমান, মাওলানা আব্দুল্লাহসহ অনেক ওলামায় কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ