শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


ঢাকায় ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি: বিআরটিএর পরিচালককে হাইকোর্টে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সড়কে ফিটনেসবিহীন ৭০ হাজার গাড়ি চলাচল করার কারণ ব্যাখ্যা করতে বিআরটিএর রোড সেফটি পরিচালক শেখ মুহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে তলব করেছেন হাইকোর্ট। ৩০ এপ্রিল তাকে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আজ হাইকোর্টের বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও এ কে এম আমির উদ্দিন মানিক।

আদালত সূত্র জানান, রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘনা ঘটছে। অপরদিকে ফিটনেসবিহীন গাড়ি চলেলও বিআরটিএ থেকে গত ১০ বছর ধরে ফিটনেসের সার্টিফিকেট দেয়া হচ্ছে না। এসব কারণ ব্যাখ্যা করতে হবে শেখ মুহাম্মদ মাহবুব-ই-রব্বানীকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ