শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না: ড. এ কে আব্দুল মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সুন্দর বাড়িঘর তৈরি করেছি। তবে সেখানে তাদের অসুবিধা হলে তাদের পাঠানো হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স বিতরণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, কক্সবাজারে রোহিঙ্গারা ঘিঞ্জি পরিবেশে বাস করছে। এছাড়া বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে চাইছি। সেখানে তাদের জন্য সুন্দর বাড়িঘর তৈরি করেছি।

তবে কোনো কোনো সংস্থা এ ব্যাপারে আপত্তি তুলছে। তাই আমরা বলতে চাই ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিদেশের বাংলাদেশ মিশনে দেশীয় টিভি চ্যানেল দেখা যায় না। তাই ৭৮টি মিশনে এ ব্লু বক্স দেয়া হচ্ছে। এর মাধ্যমে মিশনে বাংলাদেশের সব টিভি চ্যানেল দেখা যাবে। ডিপ্লোম্যটস পত্রিকা বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স হস্তান্তর কার্যক্রমে সহায়তা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ