শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ৪ লক্ষ টাকার অনুদান (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে নগত অর্থসহায়তা তুলে দিয়েছে আননুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে।

আজ (২৮ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হলে বিশিষ্ট সমাজসেবক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন আননুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খতিব তাজুল ইসলাম।

জনাব নুর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছেলে মাওলানা মাহবুবুল হক, বিমানবন্দর জামে মসজিদের খতিব মাওলানা আখতারুজ্জামানসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপস্থিতির মধ্যে আড়াই লক্ষ টাকা নগদ প্রদান এবং অনুপস্থিত মিলিয়ে ৪ লক্ষ টাকা তুলে দেয়া হয়। এসময় কয়েকজন নারী ও পুরুষ সেদিনের লোমহর্ষক ঘটনার কথা বর্ণনা করে কেঁদে ফেলেন। পাশাপাশি অর্থ সহায়তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আননুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খতিব তাজুল ইসলাম বলেন, চকবাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে তা প্রতিটি মানুষকে আহত করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ অর্থসহায়তা তুলে দিতে পেরে ভালো লাগছে।

তিনি বলেন, লন্ডনের মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা চকবাজার ট্রাজেডির ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। বিশেষ করে কৃতজ্ঞতা বার্ড হসপিটালের ফাউন্ডার চিফ এক্সিকিউটিভ এমরানুল কামালের, যার অক্লান্ত পরিশ্রমে এবং তার স্টাফদের সহায়তায় এটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও এ ধরণের মানবিক দুর্ঘটনায় সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন খতিব তাজুল ইসলাম।

বিশিষ্ট সমাজসেবক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক আননুর ওয়েলফেয়ার ট্রাস্টের এ উদ্যোগে স্বাগত জানান। বাংলাদেশের দুর্যোগ দুর্ভোগে সবসময় মানুষদের পাশে থাকার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠান শেষে চকবাজারে নিহত ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে বিশেষ মুনাজাত করা হয়।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৮ জন নিহত হন। আহত হয় শতাধিক মানুষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ