শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


‘তাপেই এমডি স্যারের পুরো হাত পুড়ে গেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়া মুইদ আহমদ ঘটনার বর্ণনা দিয়েছেন গণমাধ্যমের কাছে।

মুইদ আহমদ ছিলেন ভবনটির ১১ তলায়। তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। তিনি 'ইউআর সার্ভিসেস বাংলাদেশ' নামে একটি ফরওয়ার্ডিং কোম্পানিতে কর্মরত।

মুইদ বলেন, দুপুরের দিকে আমাদের ভবনে আগুন লাগার খবর শুনি। এর কয়েক মিনিটের মধ্যেই আমাদের অফিসে আটকে পড়ি। আমাদের ফ্লোরে তখনও আগুন লাগেনি। শুধু ধোঁয়া আর তাপ। তবে তাপেই আমাদের এমডি স্যারের পুরো হাত পুড়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে বিল্ডিংয়ের ওপর থেকে হেলিকপ্টার থেকে বালু ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।

এছাড়াও ল্যাডার ইউনিট (বহুতল ভবন থেকে উদ্ধারকারী সিঁড়ি) ও মোটরসাইকেল ইউনিটও উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে।

বিকাল ৫টা ৩৩ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রেণে আসেনি। এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭ জন নিহত ও বেশ কয়েকজন হতাহতের কথা জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ