শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


গোপালগঞ্জে আগুন: পুড়ে গেছে ৯টি দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। আগুনের খবরে পেয়ে মুকসুদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ শুক্রবার (২৯ মার্চ) ভোরে উপজেলার বাটিকামারী বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন গণমাধ্যমকে জানান, শুক্রবার ভোরে বাটিকামারী বাজারের একটি কাপড়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

পরে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে । আগুনে রঞ্জিত, সুবল, মিহির সরকার ও মিনু সরকারের দোকানসহ ৯টি দোকান পুড়ে গেছে।

পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ