শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


বনানীর অগ্নিকাণ্ডে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী

রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট দায়ী, আধ্যাতিক রাহবার ও মজেলিসে তালিমুস সুন্নাহ বাংলাদেশের মহা সচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী।

আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী বলেন,বনানীতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

শোকবার্তায় তিনি আরও বলেন, অগ্নিকান্ডে যারা মারা গেছেন, তারা শহিদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হন। আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো ৭৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ