শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


শরীয়তপুর সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ পথচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সদর পৌরসভায় বাসের ধাক্কায় দলিল উদ্দিন খান (৮৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।নিহত দলিল উদ্দিন খান পৌরসভার ধানুকা গ্রামের মৃত লবন খানের ছেলে।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ধানুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দলিল উদ্দিনের পরিবার জানায়, রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয় বাসটি। এতে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান দলিল উদ্দিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মনিরুজ্জামান বলেন, গোসাইরহাট থেকে বাসটি শরীয়তপুর শহরের দিকে যাচ্ছিল।

শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা নামক স্থানে পৌঁছলে বাসটি পেছন থেকে দলিল উদ্দিনকে ধাক্কা দেয়।মাথায় আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই মারা যান  দলিল উদ্দিন। ঘটনার পর ঘাতক  বাসচালক বাসটি নিয়ে পালিয়েছে।

আরএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ