শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭


বিএনপি-জামায়াত ধ্বংস করা ছাড়া উপায় নেই: ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ক্ষমতাচ্যুত বিএনপি-জামায়াত চক্র ধ্বংস করা ছাড়া উপায় নেই’বলে মন্তব্য করলেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

দ্বিতীয়বার রাজাকারদের সরকার যেন না আসে সে ব্যবস্থা করতে হবে।  কারণ বিএনপি-জামাত, তেতুল হুজুরদের রাজনীতিকে ছাড়পত্র দেয়, জঙ্গিবাদ ও তেতুল হুজুরদের কর্মকাণ্ডকে হালাল সনদ দেয়।

আজ শনিবার (৩০ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ওর্য়াকার্স পার্টি আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা: ধর্মনিরপেক্ষতার সংকট ও সম্ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ইনু আরো বলেন, জাতীয় ঐক্য ফ্রন্টের নামে ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রবরা গণতন্ত্রের মুখোশ পড়া রাজাকারের নব্য দালাল।

বৈঠকে রাশেদ খান মেনন বলেন, ধর্ম নিরপেক্ষতার সংকট দূর করতে হবে। এজন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়তে জাতীয় ঐক্য দৃঢ করতে হবে এবং সে লক্ষে কাজ করে যেতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ