আওয়ার ইসলাম: আজ দুপুরে রিলিজ হলো জনপ্রিয় সংগীত শিল্পী মুজাহিদ বুলবুল’র ভিন্নরকম প্রতিবাদী নতুন সঙ্গীত ‘">বক্ত না কমেডিয়ান’। গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই।
গানটিতে বর্তমান সময়ে এমন কিছু বক্তাদের পরিচয় ফুটিয়ে তুলেছেন শিল্পী। যারা বয়ানের নামে কমিডি করে বেড়ায়।
মঞ্চ মাতাতে হবে মানুষ হাসাতে হবে
জমাতে হবে জলসা
কখনও বা কৌতুকে রঙঢঙ চোখে মুখে
অভিনয় আমার পেশা
মানুষতো ভুল করে মজে যায় এই সুরে
ওয়াজের বদলে শুনে গান
খালি কলসির মত বেজে যাই অবিরত
বোঝে না তো সরলপ্রাণ
বক্তা না কমেডিয়ান?
রিসালাহ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Mujahid Bulbul Official তে থেকে প্রকাশ করা হয়। শব্দ ধারণে ছিলো সিলেট শহরের কোক ভোকাল স্টুডিও৷ সাউন্ড ডিজাইন করেছেন আশরাফ বিন আহমেদ। ভিডিও পরিচালনা করেছেন আবদুল ওয়াদুদ ময়নূল।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গানটির ব্যাপক প্রচারের আহ্বান জানিয়েছেন শিল্পী মুজাহিদ বুলবুল।
এএ