আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মিলাদুন্নবী (সা.) সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। আজ মঙ্গলবার (২ এপ্রিল) তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক মিলাদুন্নবী (সা.) সম্মেলন আগামীকাল ৩ এপ্রিল শুরু হচ্ছে; সেন্ট্রাল ইসলামিক কাউন্সিল অব থাইল্যান্ড-এর এ আয়োজন আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে।
থাইল্যান্ডের সেন্ট্রাল ইসলামিক কাউন্সিলের এক বিবৃতিতে প্রকাশ, সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ইত্তেহাদুল কুররা আল আলামিয়ার প্রেসিডেন্ট মিসরের ড. আহমাদ নাঈনা এবং বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। এ ছাড়া, ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ মোট ১২ দেশ থেকে আগত ক্বারি ও অতিথিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।
কেপি