আওয়ার ইসলাম: ব্রুনাই এর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বাড়াতে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এপ্রিলের চতুর্থ সপ্তাহে দেশটিতে তিনদিনের সফরে যাওয়ার কথা রয়েছে তার। এ সফরে জ্বালানি সহযোগিতা, কৃষি সহযোগিতা, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড়সংক্রান্ত চুক্তিসহ আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে।
এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, আমরা একটি ভালো সফর আশা করছি। এ সফরে জ্বালানি ও অভিবাসন ক্ষেত্রে বড় কিছু হতে পারে। প্রধানমন্ত্রী ব্রুনাই এর সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ব্রুনাই তেল ও গ্যাস সমৃদ্ধ দ্বীপ রাষ্ট্র। দেশটি প্রতি বছর প্রচুর পরিমাণে তেল ও গ্যাস উৎপাদন করে থাকে। সাগর থেকে তেল ও গ্যাস আহরণে ব্রুনাইয়ের অভিজ্ঞতাও ব্যাপক। তাই সরকার চাইছে জ্বালানি বিষয়ে দু’ দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা চুক্তি করতে।
এএ