মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


সিলেট বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি স্বর্ণসহ আবির হোসেন (৩১ নামের যাত্রীকে আটক করা হয়েছে। আটক আবির হোসেন নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুল আজিজের ছেলে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২২২ ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। তার গন্তব্যস্থল ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

ওসমানী বিমানবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। বারগুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। এছাড়া ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।

বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নুরুল আমিন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ