শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

তোহফা কালেকশনের বর্ষপূর্তিতে ওয়েবসাইট উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
আওয়ার ইসলাম

দেশ ও বিদেশের ক্রেতাদের সুবিধার্থে জনপ্রিয় অনলাইন অফলাইন শপ তোহফা কালেকশন ওয়েবসাইট উন্মোচন করলো। এখন থেকে তাদের সাইটটি ভিজিট করে পছন্দের পণ্য খুব সহজেই অর্ডার করা যাবে।

গেল বছরে যাত্রা শুরু করে তোহফা কালেকশন। এই শপটি মানোন্নত হালাল পণ্য গ্রাহকদের দরজায় সফলতার সাথে পৌঁছে দিয়ে আসছে।

গত ১৪ এপ্রিল (রবিবার) তোহফা কালেকশনের এক বছর পূর্ণ হয়। বছরপূর্তির দিনে তারা ক্রেতাদের সুবিধার্থে ওয়েবসাইট উন্মোচন করেন।

রাজধানীর পল্টন প্লাজায় তুহফা কালেকশনের শোরুমে গত ১৪ এপ্রিল (রবিবার) ৩টায় আলেম ওলামা ও কলরব শিল্পীদের উপস্থিতিতে ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।

কলরবের সিনিয়র শিল্পী তোহফা কালেকশনের সিইও আরিফ আরিয়ান জানান, আমরা সফলতার সাথে এক বছর পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ক্রেতাদের সেবার মান নিশ্চিত করতে এবং দেশ ও বিদেশের ক্রেতাদের কাছে তুহফা কালেকশনকে আরও বিশ্বস্ত করতে আমাদের এই ওয়েবসাইট চালু করা। ওয়েব সাইটের মাধ্যমে ক্রেতা তাদের পছন্দের পণ্য খুব সহজেই অর্ডার করার সুবিধা পাবেন।

তিনি জানান, রমজান উপলক্ষে ক্রেতাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে তোহফা কালেকশন আরও নতুনত্ব আনার চেষ্টা করে যাচ্ছে। ক্রেতাদের দোয়া ও সহযোগিতা পেলে তোহফা কালেকশন আরও এগিয়ে যাবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কলরবের প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদৌস, কলরব শিল্পী কলরবের সিনিয়র শিল্পী মুহাম্মাদ বাদরুজ্জামান, তোহফা কালেকশনের সিইও আরিফ আরিয়ান,জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু রায়হান,কলরব শিল্পী হলি টিউন স্টুডিওর সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুজ আলম,আবির মাহমুদসহ তোহফা কালেকশনের কর্মকর্তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ